ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে জবি শিক্ষার্থীদের অংশগ্রহণ

দৈনিক স্লোগান,শিক্ষাঙ্গন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কর্মসূচি
কৃষকদের পাশে দাড়িয়ে তাদের ধান কাটায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের তিনজন নেতাকর্মীর ধান কাটার চিত্র দেখা যায়। যা প্রশংসায় ভাসছে।

এদের একজন হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি পরাগ হোসাইন ও ছাত্রলীগ কর্মী মশিউর রহমান আদি ও সামিরা মাহমুদ মিথি। আদি ও মিথি উভয়েই বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম আকতার হোসাইনের অনুসারী।

সামিরা মাহমুদ জানান, কৃষি ও খাদ্য শস্যে দেশকে স্বয়ংসসম্পূর্ণ করে গড়ে তোলার কারিগর বাংলাদেশের মানুষের আশা ভরসার কেন্দ্রস্থল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুরতনয়া দেশরত্ন শেখ হাসিনা। তাঁর উন্নয়ন দর্শনের বড় অংশ জুড়ে রয়েছে কৃষি ও কৃষক। তারই ধারাবাহিকতায় রংপুর আবাদি জমিতে সরেজমিনে মাঠে কৃষক ভাইদের সাথে কাধে কাধ মিলিয়ে ধান কাটার কাজে অংশগ্রহণ করি। ছাত্রলীগ সবসময় খেটে খাওয়া জনগণের পাশে ছিল আছে থাকবে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী আমরা এবার কৃষকদের পাশে দাড়িয়ে তাদের ধান কাটায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি।

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দেয় পরাগ হোসাইন। পরাগ হোসাইন বলেন, প্রায় দশ জন মিলে কৃষকের ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। ছাত্রলীগের এই ধারা অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের নির্দেশে সারাদেশে কৃষকদের সহায়তা করছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

>>>  বিশ্ব স্কাউট জাম্বুরিতে জবি রোভারের প্রতিনিধি মারিয়া

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :