জগন্নাথের ওসি
মোঃ রেজওয়ানুর রহমান
প্রক্টর মহোদয় বীরশ্রেষ্ঠ, “জগন্নাথের ওসি”
নিজেকে ভাবতেন তিনি পুরান ঢাকার ডিসি।
ওনার অনুসারী হলে পরে, সুবিধা পেত সব
ওসি সাহেব ভুলে গিয়েছিল উপরে আছেন রব।
স্টুডেন্টের একটু দোষে, অফিসে নিত ডেকে
তার পাচাটা কুত্তা গুলোর, দোষ দিত সব ঢেকে!!
বিচারকার্যে পক্ষপাতিত্ব, এটা সবার জানা
সত্যি কথা জানে সবাই, বলতে কিন্তু মানা!
ওসি সাহেব প্রথমে চালায়, মানসিক হামলা
তারপর ঠুকে দেয় কোতোয়ালিতে মামলা!
ক্যাম্পাসের ডাব খেলে পেরে, বাবাকে দিত কল
খেললে ক্রিকেট, নিয়ে যেতো ব্যাট আর বল!
লজ্জার কথা কি বলবো, শুনলে পায় হাসি
দায়িত্ব অবহেলার জন্য আমার বোনের গলায় ফাঁসি!
প্রেমিক-প্রেমিকার বিচার কার্যে শোনায় যদি অডিও
ওসি সাহেব ওভার স্মার্ট, দেখতে চায় ভিডিও!!
অল্প একটু ভিডিও দেখে তার ভরে না মন,
সম্পূর্ণ ভিডিও দেখার জন্য উনি করে পণ!
কত মেয়ে অভিযোগ দিয়ে, বলেনি মনের কথা
অনেকের সাথে জুলুম হয়েছে, লেখা আছে খাতা!
স্টুডেন্ট যদি শিক্ষকদের বিরুদ্ধে করতো গিয়ে নালিশ
হোটেল রুমে যাইতে বলতো, করতে তাকে মালিশ!!
বাস মালিকেরা সবাই জানে, কেমনে টাকা নিতো
বাধ্য হয়ে টাকা দিয়ে, গোপনে অভিশাপ দিত!!
ডিগ্রি তাহার অনেক বড়, করছে থিসিস চুরি
এত টাকা ধান্দা করে, খাইতো ডাল আর পুরি!!