ইয়াসির আরাফাত, রাবি প্রতিনিধি, স্লোগান
ক্যাম্পাসের মধ্যে ক্রমাগত আন্দোলন এবং ঢাকা-রাজশাহী সড়ক পথ অবরোধ করার পরেও জারিকৃত কোটা ব্যবস্থা বাতিলের সপক্ষে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসায় এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-রাজশাহী রেল পথ অবরোধ করেছে রাবি শিক্ষার্থীরা। আজ ৮ জুন (সোমবার) সকাল ১১ টার পর প্যারিস রোড থেকে বিক্ষোভ কর্মসূচি নিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থীর এক বিশাল সমাবেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ সংলগ্ন নবনির্মিত ফ্লাইওভারের নিচে অবরোধ কর্মসূচি নিয়ে রেল লাইনে অবস্থান করে। এ সময় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল (চাঁপাই নবাবগঞ্জ ছাড়া)। সেখানেও নাটক, গান ও অন্যান্য সাংস্কৃতিক কার্যক্রমের মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি পালন করতে থাকে তারা।
এ সময় কোটাবিরোধী আন্দোলনের সমন্বয়ক আমানউল্লাহ খান জানান, “হাইকোর্টের রায় অনুযায়ী মোট কোটা আছে ৫৬ শতাংশ আর মেধাবীদের জন্য মাত্র ৪৪ শতাংশ। এটা মেধাবীদের সাথে একটা বৈষম্য। আমরা এই বৈষম্য চাই না। আমাদের দাবি এখনো সরকার মেনে নেয়নি। তাই আমাদের চলমান কর্মসূচির অংশ হিসেবে আজ রেললাইন অবরোধ করেছি। আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে এবং ক্যাম্পাসের কোনো বাসও চলাচল করতে পারবে না।”
তিনি আরো বলেন, “প্রথমে আমরা চারটি দাবি নিয়ে আন্দোলন করলেও আজ থেকে এক দফা দাবি নিয়ে আন্দোলন করা হবে। সেটা হলো সব গ্রেডে, সব ধরনের অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংসদে আইন পাস করতে হবে।”
মূলত, গতকাল ৭ জুন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা আন্দোলন সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে এ আন্দোলন আরো জোরালো হয়। এছাড়াও তাদের কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জন করার ঘোষণা দেওয়া হয় এবং জানানো হয় তাদের এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।