ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বন্যার্তদের পাশে জেটেবের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল

নিজস্ব প্রতিবেদক, দৈনিক স্লোগান 

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ ভয়াল বন্যায় পানিবন্দি। উপজেলার ৫৭ টি আশ্রয়ণ কেন্দ্রে হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে। ইতিমধ্যে খাবার ও সুপেয় পানির সংকট দেখা দিয়েছে ওই উপজেলায়।

এই সংকটে মিরসরাইয়ের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ- জেটেবের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। তাঁর তত্ত্বাবধানে উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিরসরাইয়ের অত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে।

ইতিমধ্যে তিনি কয়েক হাজার বন্যার্ত মানুষের মাঝে খাবার সুপেয় পানিসহ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত তিনি তাঁর এই ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে জানান। পাশাপাশি তিনি এই দুর্যোগ মুহূর্তে সমাজের সকল বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

>>>  যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিস্কোয় ঝড়ে ৫ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :