ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেইলি ব্রিজ ভেঙে তলিয়ে গেল ট্রাক, যোগাযোগে ভোগান্তি

টাঙ্গাইলের দেলদুয়ারে বালুবাহী ট্রাকের ভারে একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এসময় ট্রাকটি ব্রিজ থেকে পড়ে পানির নিচে তলিয়ে যায়। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে টাঙ্গাইল-দেলদুয়ার সড়কের সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে এই দুর্ঘটনা ঘটেছে। 

এসময় আহত হন চালকসহ ট্রাকের চার আরোহী।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন যাতায়াতকারী হাজারো মানুষ। 

স্থানীয়রা জানায়, শনিবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছলে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে।

এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়।

এদিকে, খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করে।

তবে সকাল ১০টা পর্যন্ত উদ্ধারকাজ শুরু হয়নি। 

সেহরাতৈল গ্রামের আরশেদ আলী জানায়, ব্রিজটি ঝুঁকিপূর্ণ। দু’পাশে সতর্ক সংকেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গত রাতে বালুবোঝাই ট্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে।

ব্রিজটি ভেঙে যাওয়ায় টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়ে পারাপার করছে সাধারণ মানুষ।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারজন আহত হয়েছেন। তবে এই ঘটনায় কারও মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয়রা বলছেন, এই পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙে পড়ল। কাঠের সেতু থাকা অবস্থায় দু’বার ভেঙেছিল। বেইলি ব্রিজ হওয়ার পর দু’বার। ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। আজ নতুন করে ভেঙে পড়ল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মানের দাবি জানান এলাকাবাসী।

>>>  অন্তঃসত্ত্বা নারীকে গলা কেটে হত্যা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :