করব, ইয়াসির আরাফাত
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
কখনও কি দেখেছ চেয়ে কবর পানে?
শায়িত আছেন যারা,
মিথ্যে জগতের মায়া ছাড়িয়ে,
না ফেরার দেশে তারা।
জাগতিক কত চাকচিক্য, কতই না মোহ-মায়া
ছুটে চলো তুমি আলিঙ্গনে মরীচিকাময় কায়া,
তুচ্ছ সুখের প্রলোভনে দাও ব্যক্তিত্বের জলাঞ্জলি
ফুলে ফেঁপে আজ উপচে পড়ে অপকর্মের থলি।
যাবে না সাথে সিকি সম্পদ
পাবে না বিরাট জমি,
শুধু পাবে ঘর সাড়ে তিন হাত
চির অসহায় তুমি!
আরো যাবে সাথে সৎকর্ম
চিরকাল থেকো ন্যায়বান,
ভালোবাসা ও ভালো কাজে তুমি
সদা থেকো নিবেদিতপ্রাণ।
করেছ জুলুম কত নিজের প্রতি
চিনে দেখ এই “আমি”,
ফিরে এসো তুমি! ফিরে এসো সত্যে!
তওবাই সবথেকে দামী!
কবর পানে চেয়েও যে থাকে বিমুখ,
আসে না আত্ম-উপলব্ধি,
মৃত অন্তরে বেঁচে আছে সে,
হবে নাকো আর শুদ্ধি!