মো: ইয়াসির আরাফাত, স্লোগান
বর্তমান সময়ের বহুল আলোচিত সার্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে প্রায় টানা দুই সপ্তাহ ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এরই সাথে চলছে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন। দুই আন্দোলন ও বিভিন্ন কর্মসূচিতে মুখর রয়েছে বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলনে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তেমন সাড়া না থাকলেও শনিবার (১৩ জুলাই) শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন দলের ছয় নেতা। এ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা। তারা বৈঠকে সরকারের মন্ত্রীদের কাছে অতি দ্রুতই ক্লাসে ফেরার আশ্বাসও দিয়ে এসেছেন বলে জানা গিয়েছে। বৈঠকে অংশ নেওয়া দুজন শিক্ষক নেতা নাম-পরিচয় গোপন রেখে এই তথ্য প্রকাশ করেছেন বলে জানা গেছে।
তাদের ভাষ্যমতে, “বৈঠকে মোটামুটি সব বিষয়ে (তিন দফা দাবির) আশ্বস্ত হয়েছি আমরা। প্রত্যয় স্কিমে যেতে এখনো এক বছর বাকি। এসময়ের মধ্যে শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল করার জোর পদক্ষেপ নেবে সরকার। অথবা প্রত্যয় স্কিম থাকলেও তাতে শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানোর আশ্বাস পেয়েছেন তারা। এর পরিপ্রেক্ষিতে নিজেরা আলোচনা করে শিগগির ক্লাসে ফেরার ব্যাপারে তারাও সরকারের মন্ত্রীদের আশ্বাস দিয়ে এসেছেন।”
শিক্ষকগণ তাদের দাবি আদায় করে ক্লাসে ফিরলেও শিক্ষার্থীরা কোটা ব্যবস্থা সংক্রান্ত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবে না বলে জানা গিয়েছে। কোটা পদ্ধতি নিয়ে সরকারের সাথে একটি সুষ্ঠ বোঝাপড়া ও সমাধানের অপেক্ষায় রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে, সরকার পক্ষ থেকে স্পষ্ট সমাধান বা সুসংবাদ না আসা পর্যন্ত শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচি অব্যাহত থাকবে এমনটি আগামীকালের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে শনিবার (১৩ জুলাই) বিকেলে এ তথ্য জানান রাবির শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ওমর ফারুক সরকার।