জগন্নাথ বিশ্ববিদ্যালয় ( জবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের উদ্যোগে সম্প্রতি পদোন্নতিপ্রাপ্ত ও বিভিন্ন দায়িত্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ রোববার (৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জবি সাদা দলের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. মো: আজম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় তারেক রহমান এবং জোবাইদা রহমানের বিরুদ্ধে সদ্য ঘোষিত রায়ে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করায় সাদা দলের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে রায় বাতিলের দাবিও জানায় সংগঠনটি।
পদোন্নতিপ্রাপ্ত এবং বিভিন্ন দায়িত্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননার পাশাপাশি সাদা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. শাহিনুজ্জামান উচ্চ শিক্ষার জন্য আমেরিকা গমন করতে যাওয়ায় তাকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিধি বিধান পালনে সকলকে সচেষ্ট থাকার আহবান জানানো হয় বলেও এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।