ভারত বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে প্রথমবারের মতো দলীয় সংগ্রহ তিন শ পার করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়াকে ৩০৭ রানে টার্গেট দিয়েছিল। তবে ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা তেমন সুবিধা করতেই পারেননি। ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল মার্শ।তার ক্যারিয়ার সেরা ১৭৭ রানের ইনিংসের কাছে ৮ উইকেটে হেরে বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ।
সব মিলিয়ে ৯ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে দেশে ফিরতে হচ্ছে টাইগারদের। যদিও অস্ট্রেলিয়ার কাছে হারলেও রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের ৮ নম্বর অবস্থানে আছে বাংলাদেশ। আগামীকাল ভারতের বিপক্ষে নেদারল্যান্ডস কোনো অঘটন ঘটিয়ে ম্যাচ না জিতলে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়ার টিকিট পাবে বাংলাদেশ দল।