রামন সুজাও, গোলরক্ষক
ফুটবল মাঠে খেলোয়াড়দের মধ্যে ঝগড়া নতুন বিষয় নয়। প্রায়ই সময় খেলার মধ্যে অথবা খেলার পর ফুটবলার কিংবা সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের ঘটনা ঘটে থাকে। কিন্তু ফুটবলারস্ মেকার নামে খ্যাত ব্রাজিলে অবতারণা হলো নতুন এক অপ্রত্যাশিত ঘটনার। মাঠেই গোলরক্ষককে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে ব্যতিক্রমী নজির স্থাপন করলো দেশটির পুলিশ।
গত বুধবার ব্রাজিলের একটি ক্লাবের খেলা শেষে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে ফুটবলাররা। সেখানে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন গ্রেমিও অ্যানাপোলিসের গোলরক্ষক রামন সুজাও। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে সুজাকে লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়েন এক পুলিশ কর্মকর্তা।
বুলেট টি পায়ে গিয়ে আঘাত হানলে, মাঠেই নিস্তেজ হয়ে পড়েন সুজা। পরে মেডিকেল টিম তাকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয় এবং স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে ঘটে যাওয়া ঘটনাটির তীব্র নিন্দা জানানো হয়। পুলিশের এই ধরনের কর্মকাণ্ডকে অপরাধমূলক কাজ বলে ও ঘোষণা করে ক্লাবটি। তবে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে এক বিবৃতিতে গ্রেমিও অ্যানাপোলিস জানিয়েছে যে, ‘বুধবার রাতে ‘জোনাস ডুয়ার্ত স্টেডিয়াম’ এ গ্রেমিও অ্যানাপোলিস জনসমক্ষে দুঃখজনক এবং নিবর্তনমূলক ঘটনাটি প্রত্যাখ্যান করেছে। ম্যাচ শেষে আমাদের গোলরক্ষক রামন সুজাকে উদ্দেশ্য করে কাপুরুষের মতো রাবার বুলেট মারা হয়েছে। বিশেষ ভাবে নিয়োজিত পুলিশিং কোম্পানির একজন পুলিশ অফিসার দ্বারা গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে মন্তব্য করেছে সিপিই।’
তবে বিষয়টি নিয়ে তদন্তের কথা জানিয়ে ব্রাজিলিয়ান পুলিশ।
আনোয়ার সজীব
স্পোর্টস ডেস্ক, ডেইলি স্লোগান