ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

আগের ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে বেদনার হার কপালে না জুটলে আজ অনেক বেশি আশা নিয়েই মাঠে নামত আফগানিস্তান। কিন্তু সেদিন হৃদয়ভাঙা হার রশিদ খানদের স্বপ্ন ভেঙে দিয়েছে অজিরা। সেদিন না হারলে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেই সেমিতে নিশ্চিত ছিল আফগানিস্তানের। তবে এখনো সম্ভাবনা বেঁচে আছে, তবে নিট রান রেটের জটিলতম অঙ্কও মেলাতে হবে তাদের।

আর সেটা মেলাতে হলে অসম্ভব কিছু করতে হবে। এমন ম্যাচে আহমেদাবাদে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।

অস্ট্রেলিয়া ম্যাচের একাদশ নিয়েই এই দিন মাঠে নামছে আফগানরা। প্রোটিয়া একাদশে এসেছে দুইটি পরিবর্তন।

বিশ্রাম দেওয়া হয়েছে তাবরাইজ শামসি এবং মার্কো ইয়ানসেনকে। দলে ঢুকেছেন জেরাল্ড কোয়েটজি ও আন্দিলে পেহলুকোয়াও। ৮ ম্যাচে ছয় জয়ে সেমিফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ৮ ম্যাচে আফগানদের জয়-পরাজয় চারটি করে।

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা, ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেইনরিক ক্লাসেন, ডেভিড মিলার, আন্দিলে পেহলুকোয়াও, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক),  আজমতউল্লাহ ওমরজাই, ইব্রাহিম আলিখিল, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব-উর-রহমান, নুর আহমেদ ও নাভিন-উল-হক।

>>>  ওয়ানডে লড়াইয়ে পাকিস্তান-নিউজিল্যান্ড

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :