ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

দৈনিক স্লোগান,আবহাওয়া


গরম থেকে পরিত্রাণ পেতে রাজশাহীতে বৃষ্টির জন্য নামাজ অনুষ্ঠিত হবে। বুধবার সকাল সাড়ে ৯ টায় রাজশাহী তেরখাদিয়া বিভাগীয় স্টেডিয়ামে ইস্তিসকার সালাতের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার উদ্যোগে এই নামাজের ইস্তিসকার সালাতের আয়োজন করা হয়েছে।বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি রাজশাহী জেলা শাখার সাধারাণ সম্পাদক আফজাল হোসেন হামিদী এতে ইমামতি করেন।নামাজ শেষে তিনি বলেছেন, আমাদের কোন ব্যাক্তিগত কারণ না, এখানকে বৃষ্টির জন্যই এই নামজ পড়া হয়েছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চেয়ে এই নামাজ পড়েছি। পাশাপাশি নামাজ শেষে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য দোয়া করেছি।ইমাম বলেন, নামাজ শেষে পুরো দেশ বিশেষ করে রাজশাহী জেলাতে বৃষ্টির জন্য বিশেষ ভাবে দোয়া করা হয়েছে। এর আগে দুই রাকাত নামাজ আদায় করা হয়েছে। আগামীকাল ও পরবর্তীতে আবারো এই নামাজ আদায় করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

>>>  রাজশাহী-৫ আসনে জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :