ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মির্জাগঞ্জে দুস্থদের মাঝে ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

দৈনিক স্লোগান, সারাদেশ

মির্জাগঞ্জে এতিম শিশু ও দুস্থদের মাঝে ছাত্রলীগ নেতা সাগরের ইফতার বিতরণ

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের নির্দেশক্রমে পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ এর পক্ষে মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান সাগর হাওলাদার এর নেতৃত্বে সুবিদখালী খানকায়ে সালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসার এতিম শিশু ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করেন।

রবিবার (১৬ এপ্রিল) বিকালে সুবিদখালী খানকায়ে সালেহীয়া দ্বীনিয়া মাদ্রাসায় এবং মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অসহায়- পথচারী, রিক্সাচালক ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করে ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান সাগর হাওলাদার এর নেতৃত্বে নেতাকর্মীরা।

এসময় ছাত্রলীগ নেতা মোঃ মেহেদী হাসান সাগর হাওলাদার সাংবাদিকদের বলেন, জাতির পিতার আদর্শই ছিলো মানুষের পাশে থাকা, সেই আদর্শে উজ্জীবিত হয়ে, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদদের সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফ এর পক্ষ থেকে মির্জাগঞ্জ উপজেলার এতিম শিশু, অসহায়, দুস্থ ও গরীব মানুষের মাঝে আজকের এই ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি। শ্রমজীবী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করতে পেরে খুবই ভালো লেগেছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমরা জনগনের পাশে থাকবো ইনশাআল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের মোঃ সুমন, ইমন হাং, রাব্বি হাং, মাসুদ, রিফাত, রুবেল, বাদশা, রাফি, রাজিব, বিজয়, জয়ন্তসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

>>>  প্রতিদিন ঢাকা ছাড়ছে কত মানুষ, জানিয়ে দিচ্ছে সিম

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :