সামাজিক ও মানবিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন, নড়াইল জেলার অন্তর্গত কালিয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। সাজিদ হোসেন শিকদারকে সভাপতি ও মাহাবুব আলম জুবায়েরকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট দুই বছর মেয়াদী এ কমিটি গঠন করা হয়েছে। একইসাথে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনাও দেওয়া হয়েছে সেখানে। গত রবিবার ঊষার আলো ফাউন্ডেশন, নড়াইলের সভাপতি মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এছাড়াও কমিটিতে অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি শেখ রায়হানুল হক ফাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম সানি, সাংগঠনিক সম্পাদক খন্দকার মুহাইমিন নাফিস, প্রচার সম্পাদক মোঃ দ্বীন ইসলাম, দপ্তর সম্পাদক নিরব হোসেন, শিক্ষা সম্পাদক সবুজ সরকার,
ক্রীড়া সম্পাদক রাশেদ কাজী, সমাজসেবা সম্পাদক ফয়সাল শিকদার এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মাসুম বিল্লাহ ও মেহেদী হাসান।
নতুন কমিটির সাজিদ হোসেন শিকদার বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করে সমাজের উন্নয়নে কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক মাহাবুব আলম জুবায়ের বলেন, ঊষার আলোর মাধ্যমে যেন সমাজে ভালো কিছু করা যায় সে জন্য আমাদের চেষ্টা থাকবে।