ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৬৩ শতাংশ

দৈনিক স্লোগান, ক্যাম্পাস

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিট (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সি ইউনিটের পরিক্ষায় মোট উর্ত্তীণ হয়েছে ২৪ হাজার ৩৩৭ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

সোমবার(২৯ মে)  রাত সাড়ে ৮ টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও
এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইমদাদুল হক এই তথ্য দিয়ে নিশ্চিত করেন।

উপাচার্য বলেন, এবার গুচ্ছ ‘সি’ ইউনিট (বাণিজ্য) মোট আবেদন করে ৩৯ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮ হাজার ৩৫১ জন। এই ইউনিটে পাসের হার ৬৩.৪৬ শতাংশ। মোট ২৪ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী কৃতকার্য ও ৩৬.৫৪ শতাংশ অর্থ্যাৎ ১৪ হাজার ১৩ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

উপাচার্য বলেন, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৫.২৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে রায়হান খান রাজু। রায়হান খান রাজু ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। তার পরীক্ষার কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।গুচ্ছের ফলাফল www.gstadmission.ac.bd ওয়েবসাইটে দেখা যাবে।

এসময় তিনি বলেন, এই ফলাফল নিয়ে যদি কেউ সন্তুষ্ট না থাকে তাহলে সে তা পুনঃনিরক্ষণ করার সুযোগ পাবে। তবে এখনও পুনঃনিরক্ষণের ফি এর পরিমাণ নির্ধারণ করা হয়নি ।

>>>  রাবির হল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :