নিম্ন আয়ের মানুষের মাঝে ইদ উপহার বিতরণ করেছে নটরডেমিয়ানস সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি। ইদের আনন্দ ছড়িয়ে দিতে আজ শনিবার বুড়িগঙ্গা নদীর মাঝি, রিক্সাচালক ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের লুঙ্গি উপহার দেওয় হয়।
‘আসুন এই রমজানে ১ টাকায় হাসি ছড়াই’ উদ্যোগের অংশ হিসেবে এ আয়োজনে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্যরা। এসময় উপহার পেয়ে নিজেদের আনন্দ প্রকাশ করেছেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা।
জবিস্থ নটর ডেমিয়ান সোসাইটির প্রধান উপদেষ্টা এন. আই আহমেদ সৈকত জানান, “সবার সহযোগিতার গত ২ সপ্তাহে ইফতার বিতরণের পর আজ উপহার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি আগামীতেও এধরণের সামাজিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”