‘শোক থেকে শক্তি’ শক্তি থেকে জাগরণ’ শীর্ষক সমাবেশ করেছে লক্ষ্মীপুর যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়ার উদ্যোগে এ আয়োজন করা হয়। এর মধ্য দিয়ে সংগঠনটির শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে জেলার মীরগঞ্জে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক বায়েজীদ ভূঁইয়া।
এতে বক্তব্য রাখেন- কেরোয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম মাষ্টার, রায়পুর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন-আহবায়ক শাকিল চৌধুরী।
এসময় যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত যাতে দেশে কোন ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে সেজন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানিয়েছেন বক্তারা। একই সঙ্গে যুবলীগের কেন্দ্রীয় যেকোন নির্দেশনা বাস্তবায়নে যুবলীগ প্রস্তুত রয়েছে বলে জানান বায়েজীদ ভূঁইয়া।