দেশব্যাপী বিএনপি- জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণ।
রবিবার দুপুর ১২ টায় পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় ভিক্টোরিয়া পার্ক, শাখারি বাজার, লক্ষ্মীবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন তারা।
এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবদুল হাই, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এডভোকেট এনায়েত উদ্দীন মোল্লা, সহ-সম্পাদক এহতেশাম হাসান রুমি।
এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সহ যুবলীগ দক্ষিণের অন্যান্য নেতৃত্ববৃন্দ।