রাজধানী পুরান ঢাকায় তাতিঁবাজার মোড়ে গাজীপুর টু কেরানীগঞ্জের (কদমতলি) রুটের আকাশ পরিবহন নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
(বুধবার) সন্ধ্যা সাড়ে সাতটায় পুরান ঢাকার তাতীঁবাজার মোড়ে এই ঘটনা ঘটে।
বাসের হেল্পার নয়ন বলেন, ‘আমরা আজ সকাল থেকে অন্য দিনের মতোই নির্বিঘ্নে বাসে যাত্রী আনা-নেওয়া করেছি। সারাদিন আজকে কোথাও কোন ধরনের আগুন দেওয়ার খবরও শুনতে পাইনি। আমরা যখন গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত এসেছি তখনো কাউকে সন্দেহ হয়নি কিন্তু বংশাল মোড় পাড় হয়ে হঠাৎ সবাই আগুন আগুন বলে তাড়াহুড়ো করে বাস থেকে নামতে শুরু করে।,’
নয়ন আরও বলেন, ‘আমাদের বাসটি তখন তাতীঁবাজার মোড়ে পৌঁছায় তখন পুরোপুরি আগুন ছড়িয়ে পড়ে। তবে আমরা আগুন লাগাতে কেউ কি দেখেনি এবং কোনো যাত্রীও দেখিনি। বাসে তখন ৪০ জন যাত্রী ছিল সবাই জীবন বাঁচাতে দ্রুত বের হলে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিবায়। আমাদের মালিকের অনেক বড় ক্ষতি হয়ে গেছে ভাই।’
এ বিষয়ে লালবাগ জোনের ডিসি জাফর হোসেন বলেন, ‘বাসে আগুন দেখে আমরা সঙ্গে সঙ্গে হাজির হয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে আগুন নিভিয়েছি। বাসটির পিছনের অংশে আগুন লাগানো হয়েছে। আমরা ঘটনাস্থল থেকে আল-আমিন নামে একজন ব্যক্তিকে সন্দেহবাজন হিসাবে আটক করে থানায় নিয়ে এসেছি।’
তিনি আরও বলেন, ‘আটককৃত ব্যক্তির মুঠোফোন চেক করে আমরা বিএনপি’র সাথে সংশ্লিষ্টা পেয়েছি। সেই বিএনপি’র একজন সক্রিয় কর্মী বলে জানিয়েছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি পরবর্তী বিস্তারিত জানতে পারব কিভাবে কি হয়েছে।’
উল্লেখ্য, সারাদেশে বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা সর্বাত্মক অবরোধ চলছে। যদিও আজ সারাদিন রাজধানীর কোথায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে নি অন্যান্য দিনের মতো। তবে সন্ধ্যা সাতটার পরে রাজধানীর বিভিন্ন স্থানে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা যায়।