রাজধানীর বাড্ডায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৫৪ মিনিটের দিকে উত্তর বাড্ডার প্রগতি সরণি রোড এলাকায় এই ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার এই তথ্যটি নিশ্চিত করে বলেন , খবর পেয়ে ৭টা ৫৮ মিনিটের দিকে সেখানে পৌঁছায় ফায়ার বারিধারা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।
এর আগে, রাজধানীর খিলগাঁওয়ের মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিন বিকেল ৪টা ৪৮ মিনিটে অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে সংস্থাটির একটি ইউনিট ৫টা ২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে। এরপর আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।