ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুরান ঢাকায় অবরোধকারীদের প্রতিহত করেছে ছাত্রলীগ

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিনদিনের সর্বাত্মক  অবরোধ চলছে দেশব্যাপী। অবরোধের প্রথম দিনে রাজধানী পুরান ঢাকায় বিএনপি’র মিছিলকে প্রতিহত করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পুরান ঢাকার ওয়ারীর টিকাটুলি ফুটওভার ব্রিজের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেলের নেতৃত্বে বিএনপি’র একটি মিছিলকে প্রতিহত করে ছাত্রলীগ।

শেখ রাসেল বলেন, ‘সড়কে যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সকাল থেকেই আমরা অবস্থান করছিলাম। বিএনপির একটি মিছিল টিকাটুলি ফুটওভার ব্রিজের নিচে এসে অবরোধ করে ককটেল বিস্ফোরনের চেষ্টা করে। একপর্যায়ে আমরা ধাওয়া করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, আমরা সর্বদা বিএনপি’কে প্রতিহত করতে মাঠে রয়েছি। তারা যেন কোন বিশৃঙ্খলা না করতে পারে – তাই আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে সতর্ক অবস্থায় রয়েছি।

প্রত্যক্ষদশিরা জানান, বিএনপির নেতাকর্মীরা হঠাৎ একটা মিছিল নিয়ে রাস্তা অবরোধ করে গাড়ি থামানোর চেষ্টা করে। এ-সময় দু’জন অবরোধকারীর হাতে থাকা দুটি ককটেল বিস্ফোরণ করে সেখানে। তখন জয়বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা বাকি তিনটি ককটেল রাস্তায় ফেলে রেখে চলে যায়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ওয়ারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহির হাসান বলেন, ‘সকাল থেকে আমরা বিভিন্ন পয়েন্ট অবস্থান করছি। বিএনপির নেতাকর্মীদের মিছিলের খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসেছি। আমরা শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, এখানে সকাল থেকে যান চলাচল কিছুটা কম করতে দেখা যায়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক অবস্থায় রয়েছে। সকাল থেকে আমরা কোন ধরনের মিছিল বা অপ্রীতিকর ঘটনা দেখিনি।

>>>  নির্বাচন বানচালে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিশিষ্ট নাগরিকদের বিবৃতি

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :