বহুল আলোচিত হলিউড সিনেমা ‘বার্বি’ মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। দর্শক থেকে সমালোচক, সব মহলেই প্রশংসিত হচ্ছে ‘বার্বি’। বক্স অফিসেও টানা রাজত্ব ধরে রেখেছে সিনেমাটি। মুক্তির পর টানা ১৬ দিনে বিশ্বব্যাপী এক বিলিয়ন ডলার আয়ের মাইলফলকে পৌছেছে ‘বার্বি’ সিনেমা।
পরিচালক গ্রেটা গারউইগ তার ‘বার্বি’ দিয়ে কল্পনার গোলাপি জগতে দর্শকদের একটি আশ্চর্যজনক যাত্রায় নিয়ে গেছেন। মুভিতে অনবদ্য অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। বহুল আলোচিত সিনেমাটি বক্স অফিসেও জাদু অব্যাহত রেখেছে। সাম্প্রতিক বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমা এখন বিশ্বব্যাপী বক্স অফিসে এক বিলিয়ন ছাড়িয়েছে।
এক বিলিয়নের বেঞ্চমার্ক অতিক্রম করে ২০২৩ সালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র হিসেবে স্থান করে নিয়েছে ‘বার্বি’ সিনেমা। আয়ের দিক থেকে ২০২৩ সালে প্রথম স্থানে রয়েছে ‘দ্য সুপার মারিও ব্রোস’ সিনেমাটি।
‘বার্বি’ মুক্তির তৃতীয় সপ্তাহে আয় করেছে প্রায় ৫৪ মিলিয়ন। উত্তর আমেরিকায় এ সিনেমা থেকে র আয় হয়েছে ৪৬০ মিলিয়নের বেশি ও বিশ্বব্যাপী মোট আয় এক বিলিয়নের বেশি।
২১ জুলাই মুক্তির পরপরই বক্স অফিস দখলে নিয়েছে ‘বার্বি’। ‘ওপেনহাইমার’কে পেছনে ফেলে বক্স অফিসে আয়ের শীর্ষস্থান বরাবরই ধরে রেখেছে আলোচিত এ সিনেমাটি। সেই সাথে সিনেমাটির সংগীতও ইউকে মিউজিক চার্ট জয় করেছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গট রবি ও রায়ান গসলিং। আরো রয়েছেন এমা ম্যাকায়, উইল ফেরেল, সিমু লিও, কেট ম্যাককিনন সহ আরো অনেকে।
সূত্র : দি ইকোনমিক টাইমস