ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পরীমনির ছেলের নাম ‘রাজ্য’ থেকে ‘পদ্ম’

ঢাকাই সিনেমার আলোচিত জনপ্রিয় অভিনেত্রী পরীমণির বর্তমান সব ব্যস্ততা যাচ্ছে ছেলেকে কেন্দ্র করেই। আগামী ১০ আগস্ট তার সন্তানের এক বছর পূর্ণ হবে। সন্তানের প্রথম জন্মদিনকে ঘিরে পরীমণির উচ্ছ্বাস-আগ্রহের কোন কমতি নেই। তবে জন্মদিনের আগে ছেলের নাম পরিবর্তন করে ফেললেন পরী। শাহীম মুহাম্মদ রাজ্যের পরিবর্তে নতুন নাম রেখেছেন ‘শাহীম মুহাম্মদ পদ্ম’। এখন থেকে এই নামটিই চূড়ান্ত বলে জানিয়েছেন পরীমণি।

সোমবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে আব্দুল আজিজ লেখেন, আমার কোলের পদ্মফুলের সমস্ত মনোযোগ মাইলের দিকে। বলতে পারবেন আমার কোলের পদ্মফুলের নাম কি? এত কিউট বেবি আমার জীবনে কমই দেখেছি। মাশাআল্লাহ।

আজিজের পোস্টে মন্তব্য করেই পুত্রের পুরো নাম জানায় পরী। লিখেছেন- শাহীম মুহাম্মদ পদ্ম। এর মাধ্যমে অনেকটা নিশ্চিত করলেন যে, পুত্রকে তিনি ‘রাজ্য’ নয় বরং ‘পদ্ম’ নামেই বড় করতে চাইছেন তিনি । যদিও বিষয়টি নিয়ে পরীর কাছ থেকে এখনো স্পষ্ট কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এই নায়িকার ফেসবুক পোস্টে ছেলেকে পদ্ম নামে ডাকতেই দেখা যায়। অনেকের ধারণা ছিল ভালোবেসেই ছেলেকে তিনি পদ্ম নামে ডাকেন পরিমনি।

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি শরিফুল রাজ এবং পরীমণি। ভালোবেসে বিয়ে করেছিলেন ২০২১ সালে। এরপর ২০২২ সালে তাদের ঘর আলোকিত করে আসে এক পুত্রসন্তান। শরিফুল রাজের নামের সাথে মিল করেই ছেলের নাম রেখেছিলেন শাহীম মুহাম্মদ রাজ্য। 

>>>  ফোন ব্যবহার করেন না এই তারকা, থাকেনা ছবির প্রচারেও

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :