ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভালুকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকালে হামলা, আহত ২


ময়মনসিংহের ভালুকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় স্থানীয়দের হামলায় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপসহকারী প্রকৌশলী মো. শফিউল মাওলা, সহকারী হিসাব কর্মকর্তা মো. রিপন মল্লিকসহ বেশ কয়েকজন আহত  হয়েছেন। গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় হামলার এই ঘটনাটি ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভালুকার একটি দল ঘটনার দিন গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যায় এবং ৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে। ওই সময় স্থানীয় ৩০-৪০ জন লোক দেশীয় আস্ত্রসস্ত্র নিয়ে সংযোগ বিচ্ছিন্নকরণ টিমের উপর হামলা করে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ভালুকার ম্যানেজার প্রকৌশলী মো. শাজাহান আলী জানান, তারা ওই ঘটনায় গ্যাস আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

>>>  এমপি শম্ভুকে জরিমানার সুপারিশ, স্বতন্ত্র প্রার্থীকে সতর্ক

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :