ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বদলগাছীতে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে কৃষিই সমৃদ্ধি এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী (১৬ মার্চ থেকে ১৮মার্চ) কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার ১৬ মার্চ বেলা সাড়ে ১১ ঘটিকায় একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা কৃষি চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) মোঃ কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ও বক্তব্য প্রদান করেন ৪৮, নওগাঁ-৩ বদলগাছী-মহাদেবপুর আসনের সংসদ সদস্য সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

এসময় কৃষি প্রযুক্তি মেলার উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, বীরমুক্তিযোদ্ধা বাবলু দেওয়ান, কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় কৃষকবৃন্দ প্রমূখ।

>>>  ভালুকায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :