আজ সকালে সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে তিনি সারা দেশে ৫ম পর্যায়ে ৫০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর অতিথিবৃন্দরা বদলগা়ছী মডেল মসজিদের ফলক উম্মোচন করেন।
এ উপলক্ষে বদলগাছী মডেল মসজিদে উদ্বোধনী সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াসমিন এর সভাপতিত্বে, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে সাব্বির এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর ,সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা জবির উদ্দিন এফ এফ, বদলগাছী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোঃ আতিয়ার রহমান, মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম,কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।