নওগাঁর বদলগাছীতে সারাদেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম,ও সাফল্যের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বদলগাছী উপজেলা যুবলীগের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বদলগাছী উপজেলা যুবলীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি উদযাপন হয় । সারা দিনের কর্মসূচীতে কেক কাটা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও ডাকবাংলো মোড় হতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং চৌরাস্তার মোড়ে আলোচনা সভার মধ্যে দিয়ে দিনের কর্মসূচী শেষ হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস-
চেয়্যারম্যান মোঃ ইমামুল আল হাসান তিতু ও সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জনি আলম।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যুবলীগ নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, ৪৮, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য জননেতা মোঃ ছলিম উদ্দিন তরফদার এমপি,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু খালেদ বুলু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান কিশোর।
অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার জবির উদ্দিন এফ এফ, বদলগাছী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ভগিরত কুমার মন্ডল,সদস্য মোঃ মাহবুব আলম জামিল,জেলা পরিষদের সদস্য উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী রাহেলা চৌধুরী টপি,উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হুসাইন খালেদ অরেঞ্জ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোঃ মেহেদী হাসান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাজু আহমেদ শ্যামল,বদলগাছী সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য মোঃ নাসিরুদ্দিন দর্পন, সাবেক ছাত্রনেতা শ্রীঃ উজ্জ্বল কুমার মন্ডল, যুবলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন টগর, মিঠাপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিকুল ইসলাম,বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা প্রমূখ।