ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্মাণাধীন মাদরাসার ভবন থেকে পড়ে শিশু ছাত্রের মৃত্যু

যশোরের মনিরামপুরে মাদরাসার নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে আহত ছাত্র মোহাম্মদ সাদের (৮) মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩০ আগষ্ট) ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

মোহাম্মদ সাদ উপজেলার রঘুনাথপুর গ্রামের প্রবাসী কামাল হোসেনের ছেলে। শিশুটি মনিরামপুর পৌরশহরের দারুল উলুম এলাহিবক্স মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। মঙ্গলবার (২৯ আগষ্ট) দুপুরে মাদরাসার নির্মাণাধীন ভবনের পাঁচ তলা থেকে পড়ে সে আহত হয়।

আজ বৃহস্পতিবার (৩০ আগষ্ট) দুপুরে সাদের মরদেহ মাদরাসা চত্বরে আনা হয়েছে। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেছে।
মাদরাসার শিক্ষক মাওলানা আশরাফ ইয়াসিন বলেন, মাদরাসার ভবনের নির্মাণ কাজ চলছে। কাজ চলমান তলায় ছাত্রদের ওঠা নিষিদ্ধ।  ভবনের তৃতীয় তলায় হেফজ বিভাগ। সাদ সেখানে ক্লাস করত। মঙ্গলবার দুপুরের খাবারের পর সে চার তলার ছাদে ওসে। পরে অসাবধানতাবশত সেখান থেকে পড়ে মাথায় আঘাত পায় সাদ।

আশরাফ ইয়াসিন বলেন, দ্রুত আমরা শিশুটিকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে নিয়েছি। সেখানকার চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। অবস্থা জটিল দেখে সেখান থেকে চিকিৎসকরা সাদকে ঢাকায় পাঠান। মঙ্গলবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সাদের অস্ত্রোপ্রচার সম্পন্ন হয়।

শিক্ষক আশরাফ ইয়াসিন বলেন, এরপর অবস্থা আরো খারাপের দিকে গেলে শিশুটিকে আইসিইউতে রাখা হয়। আজ বুধবার বেলা সাড়ে ১০টার দিক চিকিৎসক সাদকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদের মামা আরিফুল ইসলাম বলেন, ভাগনের মৃত্যুতে কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যুর ঘটনা শুনেছি। বিষয়টি তদন্ত করতে পুলিশ পাঠানো হয়েছে।

>>>  কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :