ময়মনসিংহের ভালুকায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু কে নিয়ে ১০ আগস্ট কক্সবাজারে শতকোটি টাকার জমি দখল একটি জাতীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হলে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।
মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বেচ্ছাসেবক লীগের ভালুকা নতুন বাসষ্ঠ্যান্ড অস্থায়ী অফিসের সামনে প্রতিবাদ করেন।
এরপর এক সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কে বি এম আসাদুজ্জামান সানা উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হোসেন সাধারণ সম্পাদক পলাশ সহ নেতৃবৃন্দ।