ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিএনপির দুর্নীতির কারণেই ওয়ান-ইলেভেন হয়েছিল : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির দুর্নীতি এবং দুঃশাসনের কারণেই দেশে ওয়ান-ইলেভেন হয়েছিল।

রবিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী গণভবনে আওয়ামী লীগের ‘বিশেষ বর্ধিত সভায়’ এমন মন্তব্য করেছেন।

জাতীয় সংসদ নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার এবং নির্বাচন কমিশন গঠন করা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার কারনে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। যা বাংলাদেশে ‘ওয়ান-ইলেভেন’ নামেই পরিচিত।

সেদিন বিকেলে জরুরি অবস্থা জারি করার পরে বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল।

আওয়ামী লীগের বর্ধিত সভায় ওয়ান-ইলেভেন প্রসঙ্গটি এনে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির দুর্নীতি এবং দুঃশাসনের কারণেই ওয়ান-ইলেভেন হয়েছিল। খালেদা জিয়া ভোটচোর হিসেবে পরিচিত হয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিল।

২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কারণে আওয়ামী লীগ হেরেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। বলেন, গ্যাস বিক্রি করতে রাজি না হওয়া ও দেশি-বিদেশি নানা চক্রান্তের কারণে ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি আওয়ামী লীগ।

স্বাধীনতার পর থেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।সরকারপ্রধান বলেন জনগণের ভোটের অধিকার সুরক্ষিত করতে আওয়ামী লীগই সংগ্রাম করেছে। 

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় বর্ধিত সভা শুরু হলে এর সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া সভার পরিচালনা করছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।





>>>  মেট্রোরেলের প্রথম চালক আফিজা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :