আসন্ন দ্বাদশ সাধারণ নির্বাচনে নির্বাচনী ইশতেহার তৈরি করতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত চেয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব মতামত চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্বাদশ সাধারণ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া কমিটির কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। উক্ত কমিটির আহ্বায়ক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক বলেন, “আওয়ামী লীগের ইশতেহার শুধু দলীয় ইশতেহার নয়, এটি আক্ষরিক অর্থে সমগ্র জাতির ইশতেহার। আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কাছে দেশের মানুষ কী প্রত্যাশা করে তা গুরুত্বপূর্ণ।”