ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকাকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা করছিল বিএনপি : স্বরাষ্ট্রমন্ত্রী

অবস্থান কর্মসূচির নামে বিএনপির ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করার পরিকল্পনা ছিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, তাদের থামাতে গিয়ে পুলিশ সদস্যরা আহত হয়েছেন। রাজারবাগ হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৩১ জন পুলিশ সদস্য ।

আজ শনিবার (২৯ জুলাই) রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিএনপি নেতাকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপির নেত্রী নিপুণ রায় ফেসবুকে আগুন ধরানোর কথা বলছেন, বিএনপি নেতারাও এসবে উৎসাহ দিচ্ছেন। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। বিএনপি নেতাকর্মীদের হামলায় পুলিশ যখন আহত হচ্ছিল, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা সহযোগিতার জন্য বের হয়েছিল।’

তিনি বলেন, ‘কয়েক দিন ধরে অরাজকতা এবং জনগণের ভোগান্তি সৃষ্টির জন্য বিএনপি বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছে।

গতকালকে তারা একটি বড় কর্মসূচি দিয়েছিল ও তার আগেও সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীদের এনে জড়ো করেছিল। রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালন করবে, এখানে সরকারের কোনো বাধা নেই।’

তিনি আরো বলেন, ‘কেউ জনদুর্ভোগ সৃষ্টি করবে, জানমালের ক্ষতি করবে, অন্য কাউকে মারার চেষ্টা কিংবা হত্যা করবে অথবা গাড়ি ভাঙচুর করবে তখন নিরাপত্তা বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবে। গতকাল দেখা গেছে, মহাসমাবেশ থেকে হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য প্রচার করা হয়েছে।

বিএনপির অবস্থান কর্মসূচিতে অসুস্থ হওয়া আমানউল্লাহ আমানের বিষয়ে মন্ত্রী বলেন, বিএনপি নেতা আমান যখন আটক হয়েছেন,তখন তিনি রাস্তায় পড়ে যান। পুলিশ বাহিনী মানবিকতা দেখিয়ে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেছে বলেও দাবি করেনছে তিনি।

>>>  নয়া পল্টন এলাকায় ইন্টারনেট সংযোগ বিঘ্নিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :