ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

গ্রেনেড হামলা : নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি মির্জা ফখরুলের

২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির কোনো নেতা জড়িত নয় বলে মন্তব্য করে ঘটনার নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার(২১ আগস্ট)  নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব দাবি জানিয়েছেন। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি, পুরো বিষয়টি একটি সাজানো নাটক। এই জন্য মনে করি, যেখানে মিটিং হওয়ার কথা ছিল, সেখানে মিটিং না হয়ে অন্য জায়গায় শিফট করা হলো, যারা দেখভাল করে- ঢাকা মেট্রোপলিটন পুলিশকে কিন্তু অবহিত করা হয়নি।

তারেক রহমানের নাম এফআইআর-এই ছিল না, তিনবার এফআইআর হয়েছে একবারও তার নাম ছিল না। এক ব্যক্তি, যিনি অবসরগ্রহণ করেছিলেন- কাহার আকন্দ, যিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তাকে নিয়ে এসে পুনরায় চাকরি দিয়ে তাকে আইও করা হলো। সেই ভদ্রলোক তখন তারেক রহমানের নাম সেখানে দিলেন। তারেক রহমানের নাম পুরো তদন্তে কোথায় উচ্চারিত হয়নি।

বিএনপি মহাসচিব আরো নবলেন, একমাত্র মুফতি হান্নানকে এক’শ পঁয়তাল্লিশ দিন রিমান্ডে নেওয়ার পর তারেক রহমানের নাম উচ্চারণ করা হলো। কিন্তু পরে আবার এফিডএফিড দিয়ে তিনি তা অস্বীকার করেছিলেন, কিন্তু তা কোন আমলে নেওয়া হয়নি। যাতে তিনি কোর্টে গিয়ে কিছু বলতে না পারে, তড়িঘড়ি করে অন্য একটা মামলায় তার ফাঁসির হুকুম হয়েছিল, তার ফাঁসি কার্যকর করা হল, তাকে কোর্টে আসার সুযোগই দেওয়া হলো না। এটাকে আমরা কী বলব?

মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নিয়ে কোনো সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ছাড়াই তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম এখানো জড়ানো হয়েছে।

তাই আমরা চাই পুরোপুরি সুষ্ঠু নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে এই হামলার তদন্ত করা হোক। ২১ শে আগস্টের গ্রেনেড হামলা- এর নিন্দা জানাই আমরা। এটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জঘন্যতম ঘটনা, এটা নিন্দাযোগ্য। একই সাথে রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে ফায়দাফ লোটা হচ্ছে- এটাকে কেউ সমর্থন করতে পারে না। আমরা আবারও বলছি, তারেক রহমান, আবদুস সালাম পিন্টু এবং লুৎফুজ্জামান বাবর- তারাম তাদের কেউই এই হামলার সাথে জড়িত ছিল না।

>>>  রেকর্ড গড়ে হাজার রান এনামুল হক বিজয়ের

তাদের রাজনৈতিক কারণে জড়িত করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির)  যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :