ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিএনসিসির মশক নিধন অভিযানে জরিমানা চার লাখ

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার (২২আগস্ট) ডিএনসিসির মশক নিধন অভিযানে এডিসের লার্ভা পাওয়ায় ৪ মামলায় মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়ে থাকে।

ডিএনসিসি সূত্র জানায়, অঞ্চল-৫ এর আওতাধীন ফার্মগেট এলাকায় এডিসের লার্ভা পাওয়ায় ৩ মামলায় ৪ লাখ টাকা, অঞ্চল-৪ এর আওতাধীন মিরপুর টোলারবাগ এলাকায় একটি বাড়িতে এডিসের লার্ভা পাওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এবং সহকারী স্বাস্থ্য কর্মকর্তারা ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে ও মাইকিং করে জনসাধারণকে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতন করে হয়।

শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে সচেতনতামূলক কার্টুন বই বিতরণ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা করা হয়।

আলোচনাসভায় ডিএনসিসির কাউন্সিলরসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ স্কাউট এবং বিএনসিসির সদস্যরাও ডিএনসিসির কর্মীদের সঙ্গে যুক্ত হয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে সচেতনতা কার্যক্রম পরিচালনা করেন।

>>>  স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ফুলেল শুভেচ্ছায় সিক্ত প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :