সম্প্রতি এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া সিঙ্গাপুরে প্রায় ১ বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্যসহ বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তির মালিকানা গড়ার অভিযোগ ওঠেছে।
এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনকে আমলে নিয়ে আজ রবিবার (৬ আগস্ট) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল ডেপুটি সাইফুদ্দিন খালেদ সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সেইসাথে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) কে বিষয়টির তদন্ত করে দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ’
তিনি আরও বলেন, ‘একই সাথে এস আলম গ্রুপের মালিকের বিরুদ্ধে উঠা অভিযুক্ত কর্মকাণ্ড ঠেকাতে তাদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে থাকে আদালত।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্ট বেঞ্চে পত্রিকার প্রতিবেদন উপস্থাপন করেন। পরে যেসব নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে তা দুই মাসের মধ্যে আদালতে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট পত্রিকাকে আদেশ দিয়েছে আদালত।
উল্লেখ্য, ‘এস আলমের আলাদিনের চেরাগ’ শিরোনাম করে একটি ইংরেজি দৈনিকে গত ৪ আগস্ট প্রকাশিত প্রতিবেনে বলা হয়, এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সিঙ্গাপুরে অন্তত ১ বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেছেন। বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত মোট ১৭টি কোম্পানিকে বিদেশে বিনিয়োগ করার অনুমতি দিয়েছে ও সেইসব তালিকায় এস আলমের নাম উল্লেখ নেই।