পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রাজনৈতিক এবং আঞ্চলিক অনেক ইস্যুর কারণে বাংলাদেশকে এবার সদস্য দেওয়া হয়নি। তবে এই নিয়ে আশাহত হবার কিছু নেই।
আজ রোববার (২৭ আগস্ট) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে আবেদন করেছিল উল্লেখ করে পররাষ্ট্র সচিব বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা যেকোনো ফরম্যাটে ব্রিকসে যোগ দিতে আগ্রহী আছি। তবে রাজনৈতিক এবং আঞ্চলিক ভারসাম্যের সমীকরণে এবার এই সদস্য দেওয়া হয়নি। এখানে ব্যালান্স করার একটা বিষয় রয়েছে। এবার ছয়জনের মধ্যে ছিলাম না। ল্যাটিন আমেরিকা, আফ্রিকা, নর্থ আফ্রিকা থেকেও নিয়েছে। আবার মধ্যপ্রাচ্য থেকেও নিয়েছে।
তিনি বলেন, ব্রিকসের সাথে আমরা সক্রিয়ভাবে আছি। নেক্সট ফেজে থাকব। আমরাও সময় পেলাম। এই জোটের রাজনৈতিক সদস্য না হলেও বাংলাদেশ অর্থনৈতিক সদস্য হিসেবে আছে। কারন ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক- এনডিবি’র অংশীদারে রয়েছে বাংলাদেশ।
রোহিঙ্গাদের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, তাদেরকে ফিরিয়ে নেওয়ার তারিখ এখনো হয়নি। ডিজি লেভেলে মিটিং হবে মিয়ানমারে। সেপ্টেম্বরে এর কাজ শুরু করব। ডিসেম্বরের আগে প্রত্যাবাসন শুরু হতে পারে।