ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ইমরানের অসুস্থতা আমলে নিতে স্ত্রীর আবেদন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ দলের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের শারীরিক অসুস্থতার বিষয়টি আমলে নিতে সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তাঁর স্ত্রী বুশরা বিবি। গতকাল শুক্রবার ইমরান খানের আইনজীবী সৈয়দ রিফাকাত হুসাইন শাহর মাধ্যমে এ আবেদন করেছেন তিনি।

গত শনিবার আটক কারাগারে ইমরানের সাথে দেখা করেন তাঁর স্ত্রী বুশরা বিবি। এরপর তিনি স্বামীর স্বাস্থ্যের বেশ অবনতি হয়েছে দাবি করে উদ্বেগ প্রকাশ করে থাকেন।

গত সপ্তাহেই পাঞ্জাব সরকারকে দেওয়া এক চিঠিতে কারাবন্দি ইমরান খানকে ‘বিষ প্রয়োগ’ করা হতে পারে বলে দাবি করেছিলেন বুশরা বিবি। আদালতে দেওয়া বুশরার আবেদনে বলা হয়, ইমরান খানের শারীরিক অবস্থার যথেষ্ট অবনতি হয়েছে। তাঁর ওজনও অনেক কমে যাচ্ছে বলে মনে হচ্ছে। স্বাস্থ্যের এই রকম অবনতি সত্তরোর্ধ্ব ইমরানের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

গত ১৭ আগস্ট এক চিঠিতে বুশরা বিবি আটক কারাগার থেকে ইমরান খানকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে স্থানান্তরের আবেদন করেছিলেন। ইমরানের আইনজীবীরা ইতিপূর্বে বলেন, আদালত সাবেক প্রধানমন্ত্রীকে আদিয়ালাতে পাঠানোরই নির্দেশ দিয়েছিলেন। তোশাখানা মামলায় ইমরান খানকে রাজধানী ইসলামাবাদের একটি আদালত গত ৫ আগস্ট তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়ে থাকে। এর পর থেকে তিনি ব্রিটিশ আমলের কুখ্যাত আটক কারাগারে রয়েছেন ইমরান খান।

সূত্র : ডন

>>>  ব্যর্থতার কথা স্বীকার করেছেন নেতানিয়াহু

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :