ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাকিবের ‘লিডার’ দিয়ে খুলছে বেশ কিছু বন্ধ হল

দৈনিক স্লোগান,বিনোদন


সিনেমা হল মালিকদের সংগঠন চলচ্চিত্র প্রদর্শক সমিতি বলছে, সিনেপ্লেক্স বাদে দেশে চালু থাকা সিঙ্গেল স্ক্রিনের সংখ্যা  রয়েছে ৫০টির মতো। তবে ঈদ মৌসুম আসায় বন্ধ থাকা প্রায় একশো’র কাছাকাছি বন্ধ সিনেমা হল খুলছে। পরিবেশক ও হল বুকিংয়ের দায়িত্বরত মানুষেরা বলছেন, বন্ধ হলগুলো বেশি খুলছে শাকিবের সিনেমার কারণে।

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে লিডার আমিই বাংলাদেশ, কিল হিম, লোকাল, আদম, পাপ, জ্বিন, আদম, প্রেম প্রীতির বন্ধন ছবিগুলো। সবগুলো ছবির মধ্যে খোঁজ নিয়ে জানা যায়, স্টার সিনেপ্লেক্স বাদে সুপারস্টার শাকিব খানের ‘লিডার’ ইতোমধ্যে ৬০টির বেশি হলে ঈদে প্রদর্শন নিশ্চিত করে ফেলেছে।

এ ছবির সংশ্লিষ্টরা ব্যক্তিরা জানান, সিনেপ্লেক্সের একাধিক ব্রাঞ্চেও চলবে ‘লিডার’। তারা জানান, চালু থাকা সিনেমা হলগুলোর বড় অংশজুড়েই থাকবে ‘লিডার’।

এদিকে, ঈদে শাকিব খানের শুধুমাত্র একটি ছবি আসায় সিঙ্গেল স্ক্রিনের অনেক হল মালিক ছবিটি নিয়ে বেশ আগ্রহী। তাদের বন্ধ থাকা সিনেমা হল আবার চালু করছেন। অনেক সিনেমা হল সর্বশেষ পরাণ ও হাওয়া চালিয়ে বন্ধ করা হয়েছিল। কোনোটি গত ঈদুল আযহার পর থেকেই বন্ধ ছিল।

সেই সব সিনেমা হলে ঈদে ছবি ‘লিডার’র পোস্টার ঝুলছে। তবে হাতে পাওয়া স্থিরচিত্রে দেখা যায় বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা হলটি দীর্ঘদিন যাবত বন্ধ। সিনেমা হল সংলগ্ন পরিবেশ নোংরা, অনেকটা ভূতের বাড়ি! সেই হলটিও খুলতে যাচ্ছে। জানা যায়, গত রোজার ঈদে ওই হলে চলেছিল শাকিবের ‘গলুই’।

বগুড়ার সোনিয়া সিনেমা হলটিও ‘লিডার’ দিয়ে খুলছে। ভোলা ও বরিশালের একাধিক বন্ধ থাকা সিঙ্গেল স্ক্রিনগুলো চালু হচ্ছে শাকিবের কারণেই। পটুয়াখালি, বরগুনা ও পিরোজপুর সহ দেশের বিভিন্ন জায়গার বেশকিছু বন্ধ থাকা হলও খুলবে ‘লিডার’ দিয়েই।

‘লিডার’ পরিবেশনা করছে এম এম মঞ্জুর রহমান। তিনি জানান, ইতোমধ্যে নিশ্চিত হয়েছে দেশের অধিকাংশ বড় বড় সিঙ্গেল স্ক্রিনে চলবে ‘লিডার আমিই বাংলাদেশ’। অনেকগুলো বন্ধ সিনেমা হলেও আমরা ছবি দিচ্ছি। যারা ছবি নিচ্ছেন আশ্বস্ত করছেন ঈদে ভালো পরিবেশে ছবি চালাবেন।

>>>  নিউইয়র্ক মাতালেন নগরবাউল জেমস

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত তপু খান পরিচালিত প্রথম সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’।

টিজার মুক্তির পর পাঁচদিন আগে এর ‘কথা আছে’ নামে একটি গান প্রকাশের পর সর্বমহলে সাড়া ফেলে দিয়েছে। ছবিতে শাকিব ছাড়াও আছেন বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :