জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে পুনরায় অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামকে এবং গবেষণা পরিচালক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে নিযুক্ত করা হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত পৃথক দুইটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আইনুল ইসলামের পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিযুক্তির দুই বছর পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৪ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পুনরায় পরবর্তী দুই বছরের জন্য তাকে পরিচালক (ছাত্রকল্যাণ) হিসেবে নিযুক্ত করা হলো।
অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা’র পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্তির মেয়াদ ৩১ আগস্ট পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্ত করা হল।