ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জবির গবেষণা পরিচালকের দায়িত্বে অধ্যাপক আনোয়ার হোসেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেনকে গবেষণা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. পরিমল বালা পরিচালক (গবেষণা) হিসেবে নিযুক্তির মেয়াদ (দুই বছর) পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১২ ধারা অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য তাকে গবেষণা পরিচালক হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ০১ সেপ্টেম্বর হতে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন।

গবেষণা পরিচালক অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন বলেন, যেকোন দায়িত্ব পাওয়াই আনন্দের। সৎ ও একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণার ধার উন্মোচন করা, যা দেশ ও জাতি গঠনে কাজে লাগবে। বর্তমান সরকার চায়, তথ্যভিওিক পরিকল্পনা প্রনয়ন ও উন্নত সমাজ বিনির্মাণ এক্ষেত্রে আমরা শিক্ষক সমাজ অবদান রাখতে চাই। শিক্ষকদের যেন ভালো গবেষণার সুযোগ তৈরি হয় সেই চেষ্টা আমি করব। গবেষণা পরিচালকের দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা কামনা করি আশা করছি কতৃপক্ষের সহায়তায় গবেষণায় ক্ষেত্রকে আরও এগিয়ে নিয়ে যেতে পারব।

>>>  জাতীয় শোক দিবস উপলক্ষে জবি কর্মকর্তা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :