ঢাকা, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জবিতে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালুর মতসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) তে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করার জন্য স্পেন দূতাবাসের উপপ্রধান সিলেস ফার্নান্দেজ প্যালাসিওস ইগনাসি এর সাথে আলোচনা সভা করা হয়েছে।

আজ সোমবার(২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সাথে স্পেনের এ দূতের সাক্ষাৎকারে এ কোর্স চালুর বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনায় দ্রুত সময়ে স্প্যানিশ কোর্সের চালু ও এর প্র‍য়োজনীয়তা নিয়ে মতামত প্রকাশ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ বলেন,স্পেন গভমেন্ট এর পক্ষ থেকে একটি গবেষণা করা হয়েছে। তারা আন্তরিক রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্পেন ল্যাংগুয়েজ খোলার বিষয়ে। যা তাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে রয়েছে। আমরা আশা করছি আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তাদের থেকে একটি সিদ্ধান্ত জানতে পারবো।

এসময় আধুনিক ভাষা ইনস্টিটিউট, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিচালক জনাব খন্দকার মোন্তাসির হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, প্রক্টর, পরিচালক (অর্থ ও হিসাব) সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

>>>  নওগাঁয় বিদ্যালয়ের ল্যাবের কম্পিউটার হারানোর এক বছরেও জানেন না কর্তৃপক্ষ 

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :