ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

সোনার বাংলা ট্রেন দুর্ঘটনা: ৪ জনকে সাময়িক বরখাস্ত

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

সোনার বাংলা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ায় ট্রেনটির গার্ড আব্দুল কাদের (চট্টগ্রাম ডিভিশন), লোকো মাস্টার মো. জসিম উদ্দিন (ঢাকা হেডকোয়ার্টার), সহকারী লোক মাস্টার মো. মহসিন (ঢাকা হেডকোয়ার্টার) ও হাসানপুর স্টেশনের সিগন্যাল মেইনটেইনার ওয়াহিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭) রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য প্রকাশ করা হয়েছে। 

এই ঘটনায় চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা তারেক মো. ইমরানকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট প্রদানের জন্যও নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত কমিটি তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে। 


এদিকে, গতকাল রাতে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে। এই বহু মানুষ আহত হয়। এই ঘটনার পর সোনার বাংলা এক্সপ্রেসটির আজকের যাত্রা বাতিল করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেসের যাত্রীরা বিশেষ বিবেচনায় বুধবার একই টিকিটের ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তবে যারা বুধবার এই ট্রেনে যাবেন না, তারা চাইলে কাল অনলাইনে টিকিট ফেরত দিতে পারবেন।

>>>  হানিফ ফ্লাইওভারের নিচে যাত্রীবাহী বাসে আগুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :