ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সিলিন্ডার বিস্ফোরণে ধসে পড়েছে চারতলা ভবন

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

চট্টগ্রামের চাক্তাই রাজাখালীতে জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে ধ্বসে পড়েছে চারতলা একটি ভবন। এঘটনায়জন আহত হয়েছে বলে জানা যায়

আশপাশের কয়েকটি ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে থাকে পুলিশ।

বুধবার রাত ১ টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ভবনটিতে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. আবদুল হালিম জানান, রাত সোয়া ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় জনতা কোল্ড স্টোরেজ গোডাউনে অ্যামোনিয়া সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয় থাকে। রাত ২ টায় ভবনটি ধসে পড়ে যায়।

বড় ধরণের দুর্ঘটনা এড়াতে আশপাশের কয়েকটি ভবনের বাসিন্দাদের ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

>>>  চট্টগ্রামে তারাবি শেষে ফেরার পথে ছুরিকাঘাতে খুন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :