ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

কক্সবাজারে সমুদ্রে নেমে পর্যটকের মৃত্যু

দৈনিক স্লোগান, দুর্ঘটনা

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মো. শাহাজাহান (৪০) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(২৫ এপ্রিল) দুপুর দেড়টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এই ঘটনা ঘটেছে। নিহত পর্যটক চট্টগ্রামের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

মূত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন। তিনি বলেছেন, সকালে সৈকতের লাবণী পয়েন্টে পরিবারের সদস্যদের সাথে শাহাজাহান গোসল করতে নামেন। তিনি সাগরের হাঁটু পরিমাণেরও কম পানিতে গোসল করছিলেন। এক পর্যায়ে তিনি পানিতে ভেসে যান। 
কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাজাহানকে মৃত ঘোষণা করেন। মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

>>>  তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন, ৪ মরদেহ উদ্ধার

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :