তেল এবং গ্যাস উত্তোলনের বিষয়ে শত বছর মেয়াদি পরিকল্পনা নিয়েছে ইরান। দেশটির জাতীয় তেল কম্পানির প্রধান মোহসেন খোজাস্তে মেহের বলেছেন, বর্তমানে আমাদের তেল-গ্যাসের যেই পরিমাণ রিজার্ভ রয়েছে তাতে আগামী একশ’ বছর নিশ্চিন্তে তেল এবং গ্যাস উত্তোলন করতে পারব। গত শুক্রবার ইরানে প্রথম তেল কূপ খননের ১১৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন তিনি।
ইরানের খুজিস্তান প্রদেশের মাসজেদসুলাইমান শহরে প্রথম তেল কূপ খনন এবং জ্বালানি তেল উত্তোলন শুরু হয়।
কেবল ইরানই নয়, গোটা পশ্চিম এশিয়ায় এটিই ছিল খনিজ তেল উত্তোলনের প্রথম ঘটনা।
খোজাস্তে বলেন, ‘নতুন তেল এবং গ্যাস ক্ষেত্রের জন্য অনুসন্ধান তৎপরতা চলছে। বহু খনি রয়েছে যেগুলো এখনো খুজে বের করা করা সম্ভব হয়নি।’
খোজাস্তে মেহের আরো বলেন, ইরান স্বল্প মূল্যে কাঁচামাল বিক্রি করে দিতে প্রস্তুত নয় ও ইরান মূল্যবোধ নিয়ে কাজ করে থাকে।
এই কারণেই ইরানের বিরুদ্ধে শত্রুরা নিষেধাজ্ঞা আরোপ করে আসছে।
সূত্র : পার্সটুডে