ঢাকা, শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বশেমুমেবির বিএমডিসির শিক্ষক প্রতিনিধি হলেন ভোলা মো. রাসেল

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বিএমডিসির শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল ও প্রো-ভিসি প্রশাসন অধ্যাপক ছয়েফ উদ্দিন আহমেদ। ২৩ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে ভোটগ্রহণ কার্যক্রম।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ভোটগ্রহণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় উপাচার্য বলেন, নির্বাচিত প্রতিনিধিরা সবার মতামত নিয়ে বিএমডিসিকে এগিয়ে নেবে। দিনব্যাপী এই নির্বাচনের আয়োজন করায় বিএমডিসি শিক্ষক নির্বাচন কমিটিকেও ধন্যাবদ জানান উপাচার্য।

নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন সার্জারি বিভাগের শিক্ষক ও সার্জিক্যাল অনকোলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রাসেল। তাঁর প্রাপ্ত ভোট ১৪৬। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সার্জারি বিভাগের শিক্ষক সার্জিক্যাল অনকোলজি ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। তাঁর প্রাপ্ত ভোট ১০৮।

এছাড়া নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সবুজ ১০৫ ভোট, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম সালেক ১০৪ ভোট, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. তৌহিদ মো. সাইফুল হোসেন দিপু ৯৯ ভোট, নার্সিং অনুষদের ডিন ও এ্যানেসথেশিয়া বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. দেবব্রত বনিক ৬৪ ভোট, এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আঞ্জুমান বানু ৩৮ ভোট, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শেখ মোঃ সাইফুল ইসলাম শাহীন ২৪ ভোট, নাক কান গলা বিভাগের অধ্যাপক ডা. এএইচএম জহুরুল হক সাচ্চু ২৩ ভোট এবং হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. সালাহউদ্দিন শাহ ৭ ভোট পেয়েছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম একজন সহযোগী অধ্যাপককে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করলেন শিক্ষকরা।

এই নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৮৩ জন এবং ভোট প্রদান করেন ৩৬৩ জন।

প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিএসএমএমইউ’র উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান খান। সদস্য সচিব ছিলেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক এবং সদস্য ছিলেন এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহজাদা সেলিম।

>>>  মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির পদায়নে ব্যস্ত জবি উপাচার্য

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জুয়েল।

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :