ঢাকা, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জবি শিক্ষার্থীর মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জবির এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে।

৩ আগস্টে (বৃহস্পতিবার) দিবাগত রাত ১টা পাঁচ মিনিটের সময় রাজধানীর মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত শিক্ষার্থীর নাম হচ্ছে রুদ্র চন্দ্র সরকার। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায়।

রুদ্রের সহপাঠী নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্নব সরকার দৈনিক স্লোগানকে জানিয়েছেন, গত ২২ তারিখে ডেঙ্গু জ্বর এ আক্রান্ত হয়ে থাকে রুদ্র।তারপর থেকেই ক্লাস ও পরীক্ষা শেষ করে বাড়ি চলে যায়। তার সাথে যোগাযোগ করার পর জানতে পারি, সে রংপুর ডক্টরস ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।

অর্নব আরও জানিয়েছেব, গতকাল তাকে হাসপাতালে দেখতে গিয়ে জানতে পারি, ” তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে তার চিকিৎসাধীন ডাক্তার জানায় যে তার কিডনিতে সমস্যা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। সেই সাথে তার ফুসফুসে পানি জমেছে। ওই মুহুর্তেই তাকে রংপুর ডক্টরস ক্লিনিকের আইসিইউ ‘তে ভর্তি করা হয় সেইসাথে গতকাল রাতে তাকে ঢাকার ডেল্টা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

>>>  জবি'র সাবেক প্রক্টরের 'থিসিস চুরি' উল্লেখ করে কবিতা লিখেছেন শিক্ষার্থী রেজওয়ান

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :