ঢাকা, শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

জবি মার্কেটিং ডিবেটিং ক্লাবের আন্তঃব্যাচ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) মার্কেটিং ডিবেটিং ক্লাবের আয়োজনে আন্তঃব্যাচ বিতর্কের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ‘ডিবেটিং ডারবি ১.০’ শিরোনামে এ বিতর্ক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রথম অংশে ক্লাব মডারেটর অধ্যাপক ড. ইমরানুল হকের উপস্থিতিতে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় অংশে বিচারক, আমন্ত্রিত সাবেক সভাপতি ও অর্থবিষয়ক সম্পাদক, ক্লাবের সভাপতি, সাধারন সম্পাদক, আমন্ত্রিত শিক্ষকদের বক্তব্যের পরে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজনটি ১০ দলের মধ্যে গত ১২ মে গ্রুপ পর্বে প্রিসেমি এবং সেমি ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল। সেখান থেকে মার্কেটিং ১৩তম ব্যাচের টিম ‘চেকমেট’ এবং ১৬ তম ব্যাচের টিম ‘ফনিক্স’ ফাইনালে উত্তীর্ণ হয়। মঙ্গলবার গ্রান্ড ফাইনালে টিম ‘চেকমেট’ হারিয়ে টিম ‘ফনিক্স’ চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব মডারেটর অধ্যাপক ড. ইমরানুল হক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. নিবেদিতা রায় এবং আইন বিভাগের সহকারী অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর মো. মেফতাহুল হাসান।

মো. মেফতাহুল হাসান বলেন, মার্কেটিং-এর শিক্ষার্থী হিসেবে প্রচারিত ন্যারেটিভের সঙ্গে যুক্তি দিয়ে বাস্তবতার সংযোগ দেখাতে না পারলে, মার্কেটার হিসেবেও প্রতিষ্ঠিত হওয়া যাবে না। মার্কেটিং-এর ক্যারিয়ারে সফল হতে হলে অবশ্যই বিতর্ক করা উচিত।

অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ বলেন, জিবনের প্রত্যেকটি জায়গায় টিকে থাকতে সাহসীকতা আর যুক্তি অপরিহার্য। যারা বিতর্ক চর্চা করে তারা পরিশীলিত মানসিকতার অধিকারী হন। একই সঙ্গে তিনি বিভাগের সবাইকে ডিবেট ক্লাবে যুক্ত হওয়ার পরামর্শ দেন।

এতে আগামী ২০২৩-২০২৪ কার্যনির্বাহী পর্ষদের আংশিক কমিটি ঘোষিত হয়। নতুন কমিটির সভাপতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাদিম আহামেদ ও জোবায়ের হোসাইন নওশাদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি ঘোষিত হবে।

>>>  কেন্দ্রীয় ও ইউনিট ভর্তি কমিটি গঠন

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :