জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কলা অনুষদের নতুন ডীন হিসাবে বাংলা বিভাগের অধ্যাপক ড.হোসনে আর বেগম’কে নিযুক্ত করা হয়েছে।
শনিবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামান এর স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের বর্তমান ডীন এর মেয়াদ গত ২৯ নভেম্বর ২০২৩ শেষ বিদায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ২২ (৫) ধারা মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে বাংলায় বিভাগের অধ্যাপক ড.হোসনে আরা বেগমকে পরবর্তী দুই বছরের জন্য কলা অনুষদের ডীন হিসেবে নিযুক্ত করা হলো।
উক্ত আদেশে আরও বলা হয়, কলা অনুষদের ডিন পদে নিযুক্ত ডীন ৩ ডিসেম্বর ২০২৩ তারিখ উক্ত আদেশ কার্যকর হবে এবং নিযুক্ত ডীন বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।