ঢাকা, রবিবার, ১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

জবিতে মহাসমারোহে বাংলা বর্ষবরণ

দৈনিক স্লোগান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

পুরানো ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলা নববর্ষ-১৪৩০ জাঁকজমকপূর্ণভাবে পালিত হতে যাচ্ছে।থাকছে দিনব্যাপী বাঙ্গালী ঐতিহ্যের নানা আয়োজন।

আসন্ন বাংলা নববর্ষ-১৪৩০ উদ্যাপন উপলক্ষে আগামী ১ বৈশাখ (১৪ এপ্রিল-২০২৩, শুক্রবার) দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দিনব্যাপী নানা কর্মসূচির মধ‍্যে রয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রকাশনা উৎসবসহ নানা আয়োজন । মঙ্গল শোভাযাত্রাটির নেতৃত্ব দিবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ইমদাদুল হক।

মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য বিষয় ‘শান্তি ও সম্প্রীতি’। মঙ্গল শোভাযাত্রাটি সকাল ৯.৩০টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবে। শোভাযাত্রায় শান্তির প্রতীক হিসেবে কবুতরের প্রতিকৃতি তুলে ধরা হবে। এছাড়াও বড় আকারের লক্ষীপ্যাঁচা, ফুল, মৌমাছি ছাড়াও বাঘের মুখোশ স্থান পাবে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিল্ডিংয়ে প্রতীটি দেয়ালে দেয়ালে বাংলার ঐতিহ্য বিষয়ক ছবি আঁকতে ব‍্যস্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থী।

কর্মসূচি অনুযায়ী মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে সংগীত বিভাগের পরিবেশনায় নৃত্য ও দলীয় সংগীত, লোক সংগীত এবং নাট্যকলা বিভাগের আয়োজনে নাটক মঞ্চায়ন।

উল্লেখ্য, দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভাষাশহিদ রফিক ভবনের নিচতলায় ‘প্রকাশনা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে।

>>>  নতুন রাষ্ট্রপতিকে জবি কর্তৃপক্ষের শুভেচ্ছা

সংবাদটি শেয়ার করুন

এই সম্পর্কিত আরও সংবাদ

ফেসবুকে যুক্ত থাকুন

সর্বশেষ

এই বিভাগের সর্বশেষ

সর্বশেষ :